তবে রিপাবলিকানদের যে প্রাইমারী নির্বাচন হয়েছে, সেগুলোর মধ্যে মাত্র দুটিতে তিনি জয় পেয়েছেন। বাকিগুলোতে জিতেছেন ট্রাম্প। ফলে প্রথম থেকেই বোঝা যাচ্ছিল, ট্রাম্পই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়বেন। নিকি হ্যালি শুধুমাত্র দলের সময় ও অর্থ নষ্ট করছিলেন।
বুধবার (৬ মার্চ) প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দিয়ে নিকি বলেছেন, “আমি সরে দাঁড়াচ্ছি। কিন্তু আমার কোনো দুঃখ নেই। মাত্র এক বছর আগে আমি আমার ক্যাম্পেইন শুরু করি। আমি বলেছিলাম, এই দেশের জন্য ভালোবাসার কারণে আমি ক্যাম্পেইন শুরু করেছি। মাত্র গত সপ্তাহে আমার মা, প্রথম প্রজন্মের অভিবাসী, তার মেয়েকে প্রেসিডেন্ট পদের জন্য ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল।”
তবে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানাননি নিকি হ্যালি। এর বদলে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থেচারের একটি উক্তি উল্লেখ করে তিনি বলেছেন, “কখনো জনতাকে অনুসরণ করবেন না। সব সময় নিজের সিদ্ধান্ত নিজে নিন। আমাদের দলের ভোট পাওয়ার দায়িত্ব এখন ডোনাল্ড ট্রাম্পের। এমনকি যারা তাকে চায় না তাদের ভোটও। আমি আশা করি তিনি এই দায়িত্ব পালন করবেন।”
ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর ছিলেন। এছাড়া জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন তিনি।
সূত্র: বিবিসি