আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ বর্তমান শিরোপাধারী ফরচুন বরিশাল নিজেদের শিরোপা ধরে রাখার জন্য শক্তিশালী দল গঠন করেছে। দলের ব্যাটিং লাইন-আপে দেশি ক্রিকেটারদের আধিপত্য থাকলেও, বোলিং বিভাগে বিদেশি বোলারদের দাপট লক্ষ্যণীয়।
ফরচুন বরিশালের কোচ হিসেবে এবারও দায়িত্ব পালন করবেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ কোচ মিজানুর রহমান বাবুল। তার নেতৃত্বে দলটি তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠবে। এর আগে তিনি বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের কোচ হিসেবে কাজ করেছেন। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে, তিনি ক্রিকেটারদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে পারেন, যা দলের জন্য একটি বাড়তি শক্তি।
তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল তাদের অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে। ব্যাটিং বিভাগে তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তসহ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা রয়েছেন। বিদেশি ব্যাটারদের মধ্যে ডেভিড মালান, পাথুম নিসাঙ্কা, মোহাম্মদ নবী, জেমস ফুলার ও কাইল মায়ার্সের মতো আন্তর্জাতিক তারকারা দলের শক্তি বাড়াবে।
বোলিং বিভাগে এবাদত হোসাইন, তানভীর ইসলাম এবং রিশাদ হোসাইনরা দেশীয় ক্রিকেটের শক্তিশালী অস্ত্র। বিদেশি বোলারদের মধ্যে ফাহিম আশরাফ, জাহানদাদ খান, মোহাম্মদ আলী এবং নান্দ্রে বার্গারের মতো বোলাররা ফরচুন বরিশালের আক্রমণকে আরও শক্তিশালী করবে।
সব মিলিয়ে, ফরচুন বরিশাল এবারের বিপিএলে নিজেদের শিরোপা ধরে রাখার জন্য আত্মবিশ্বাসী এবং প্রস্তুত। দলের ব্যাটিং এবং বোলিং বিভাগে বৈচিত্র্য ও অভিজ্ঞতার মিশেলে তারা এক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম