বরিশাল অফিস :: আগামী ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসার কথা ডেভিড মিলারের। বিয়ের আয়োজনের ঝক্কি কম নয়। তবু অনুরোধের ঢেঁকি গিলে বিয়ের ঠিক আগে ফরচুন বরিশালের হয়ে বিপিএলে দুই ম্যাচ খেলতে এসেছিলেন। তবে দল ফাইনালে ওঠায় এখন সে ম্যাচেও তাকে পেতে চাইছে বরিশাল। আরও একবার বরিশাল কর্তৃপক্ষের অনুরোধ রেখে ফাইনালে খেলতে সম্মত হয়েছেন মিলার।
শুক্রবার (১ মার্চ) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মিলারকে পাওয়া যাবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সমর্থকদের দিয়েছেন তারা।
৯ মার্চ দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন মিলার। গত ২৫ ফেব্রুয়ারি বিপিএলে খেলতে ঢাকায় পা দিয়েই জানিয়েছিলেন, ’বিয়ে করবো। অনেক কিছু ম্যানেজ করার ব্যাপার ছিল।’ তবু তামিম ইকবাল এবং বরিশাল কর্তৃপক্ষের অনুরোধে টুর্নামেন্টের ‘বিজনেস এন্ড’-এ খেলতে রাজি হয়েছিলেন এই প্রোটিয়া ব্যাটার।
উল্লেখ্য, প্লে-অফে দুই ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল। এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের বিদায়ঘণ্টা বাজিয়েছে তারা। এখন ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে ধরাশায়ী করে প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্নে বিভোর তামিম-মিলারদের বরিশাল।