Views: 21
চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের জনগণের সহায়তার জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা ইউএন এজেন্সি রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইনিয়ান রিফিউজিসের (আনরোয়া) কার্যক্রম ইসরাইলে নিষিদ্ধ করতে বিল পাস হয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটে।
সোমবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত দুটি বিল উত্থাপনের পর নেসেটের ১২০ জন এমপির মধ্যে ৯২ জনই ইসরাইলে আনরোয়ার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দিয়েছেন। বাকি ২৮ জনের মধ্যে ১০ জন বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন ১৮ জন। আগামী ৯০ দিন পর বিল দুটি আইনে পরিণত হবে। খবর রয়টার্সের।