Views: 65সেটার কারণও আছে, দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা। এবার তার সঙ্গে এই পুরস্কার এসেছে তাসনিয়া ফারিন ও সোহেল মন্ডল। তাদের মধ্যে জয়া ও ফারিন সরাসরি পুরস্কার নিতে পারলেও ভিসা জটিলতায় কলকাতায যেতে পারেননি সোহেল মন্ডল।শুক্রবার (২৯ মার্চ) কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসর।
চন্দ্রদীপ ডেস্ক : মনোনয়ন পেয়েছিলেন দেশের পাঁচজন তারকা। তাদের মধ্যে তিনজনের হাতেই উঠলো পশ্চিমবঙ্গের সম্মানজনক ও জনপ্রিয় পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ (বাংলা)। অনুমান ছিল আগে থেকেই। তিনবার এই পুরস্কার উঠেছে যার হাতে সেই জয়া আহসান চতুর্থবারের মতো অবশ্যই পুরস্কার পাবেন।