শিরোনাম

ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা

Views: 65

চন্দ্রদীপ ডেস্ক : মনোনয়ন পেয়েছিলেন দেশের পাঁচজন তারকা। তাদের মধ্যে তিনজনের হাতেই উঠলো পশ্চিমবঙ্গের সম্মানজনক ও জনপ্রিয় পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ (বাংলা)। অনুমান ছিল আগে থেকেই। তিনবার এই পুরস্কার উঠেছে যার হাতে সেই জয়া আহসান চতুর্থবারের মতো অবশ্যই পুরস্কার পাবেন।

সেটার কারণও আছে, দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা। এবার তার সঙ্গে এই পুরস্কার এসেছে তাসনিয়া ফারিন ও সোহেল মন্ডল। তাদের মধ্যে জয়া ও ফারিন সরাসরি পুরস্কার নিতে পারলেও ভিসা জটিলতায় কলকাতায যেতে পারেননি সোহেল মন্ডল।শুক্রবার (২৯ মার্চ) কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসর।
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *