শিরোনাম

ফুটপাতে জন্ম নেয়া সেই সন্তান ঠাঁই পেল ছোটমনি নিবাসে

Views: 46

বরিশাল অফিস: ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীর প্রসব করা নবজাতককে ছোটমনি নিবাসে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা ভবানী সংকর বল।

সোমবার স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে মাকেসহ নবজাতককে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত বরিশালের গৈলা আগৈলঝাড়া উপজেলায় ছোটমনি নিবাসে পাঠানো হয়।

এর আগে, রোববার (২৭ আগস্ট) ভান্ডারিয়া পৌরশহরের ওভারবিজ্র লাগোয়া ফুটপাতে ওই নারী একটি পুত্রসন্তান প্রসব করেন।

স্থানীয় ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ওই নারী ভান্ডারিয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতেন এবং আশপাশের দোকান ও পথচারীদের কাছ থেকে চেয়ে খাবার খেতেন। রোববার প্রসববেদনা ওঠার পরপরই ওভারবিজের ফুটপাতে একটি পুত্র সন্তান প্রসব করেন। এ সময় কয়েকজন নারী এ অবস্থা দেখে তাৎক্ষণিক নবজাতক ও মাকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে সমাজসেবা অধিদফতরের ব্যবস্থাপনায় ছোটমনি নিবাস পাঠানো হয় তাদের।

বরিশাল ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা জানান, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ওই নবজাতককে ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার খোঁজ-খবর রাখা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *