চন্দ্রদ্বীপ ডেস্ক: ১৮ মাস ধরে সৌদি আরবের ক্লাব আল-হিলালে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। কিন্তু এই সময়ের ভেতর তিনি খেলেছেন মাত্র সাতটি ম্যাচ। কারণ ইনজুরিতে তাকে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটাতে হয়েছে। ফলে সৌদি লিগে আলোড়ন তোলা নেইমারের দলবদল রূপ নিয়েছে চরম হতাশায়। ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলেও তিনি খেলতে পারেননি। ফলে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ কি সেই আলোচনা উঠেছে।
কতটা সময় আর পেশাদার ফুটবল খেলবেন, তার একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছেন নেইমার নিজেও। ২০২৬ বিশ্বকাপ দিয়েই তিনি আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ইতি টানবেন বলে ইঙ্গিত দিয়েছেন। ফুটবলের পরবর্তী বৈশ্বিক আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। সেখানে খেলা ও জাতীয় দলের স্কোয়াডে থাকতে যা করা লাগে, তার সবই করবেন বলে জানান এই আল-হিলালের সেলেসাও ফরোয়ার্ড।
বর্তমানে নেইমারের বয়স ৩২, বিশ্বকাপ চলাকালে যা ৩৪ বছরে দাঁড়াবে। ফলে ২০২৬ আসরই হতে পারে তার শেষ বিশ্বকাপ। সিএনএন স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার নিজেও সেটাকেই ক্যারিয়ারের শেষসীমা বলে ইঙ্গিত দিয়েছেন, ‘আমি চেষ্টা করব সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকার। আমি জানি, এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ শট। আমার শেষ সুযোগ। সেখানে খেলা এবং জাতীয় দলে থাকার জন্য আমি সব রকম চেষ্টাই করব।’