আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশ তার ঋণের চতুর্থ কিস্তি হিসেবে ১.১ বিলিয়ন মার্কিন ডলার আগামী ফেব্রুয়ারি-মার্চে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে আইএমএফ-এর ১৩ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের চতুর্থ কিস্তির ১.১ বিলিয়ন ডলার বাংলাদেশ পেতে যাচ্ছে। বৈঠকে আরও আলোচনা হয়েছে, “আমরা আশা করছি, এই পরিমাণ ঋণ আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে আমাদের হাতে আসবে।”
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আইএমএফের প্রতিনিধি দলের সাথে আলোচনা করা হয়েছে এমন কিছু পদক্ষেপ নেওয়া হবে যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে। তিনি আরও জানান, এই ঋণ প্যাকেজে কিছু সংস্কার কার্যক্রমের সাথে সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।
আরো পড়ুন : পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতদলের ৬ সদস্য আটক
অর্থ উপদেষ্টা বলেন, অতিরিক্ত ফান্ডের বিষয়ে আবার আলোচনা করা হবে। বাংলাদেশে ব্যাংকিং খাত ও রাজস্ব খাতে বড় সংস্কার প্রয়োজন, আর এসব সংস্কার কার্যক্রমের জন্য অতিরিক্ত ফান্ডের প্রয়োজন। তিনি জানান, চলমান ৪.৭ বিলিয়ন ডলারের প্যাকেজের প্রথম কিস্তি ছাড় হয়েছে, তবে আরও ফান্ড প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সহায়তা করবে।
বাংলাদেশের রেমিট্যান্স সেক্টর ও রপ্তানি ভালো করছে জানিয়ে ড. সালেহ উদ্দিন বলেন, “আমাদের রপ্তানি বাড়ছে এবং রেমিট্যান্স প্রবাহও ইতিবাচক। যদিও কিছু ক্ষেত্রে আমদানি কমেছে, তবুও রপ্তানি ভালো।”
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম