শিরোনাম

ফেসবুকে ফেরত পেলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি

Views: 4

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক কায়েম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত পৌনে সাতটার দিকে তার আইডি সচল হয়ে যায়। আইডি সচল হওয়ার পর তিনি ফেসবুকে একটি পোস্টও করেছেন।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি সহ বেশ কয়েকজন নেতার ফেসবুক আইডি এখনো ডিঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তারা এখনও জনপ্রিয় এই সামাজিক মাধ্যমে ফিরে আসতে পারেননি।

অপরদিকে, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ফেসবুক আইডি সচল রয়েছে।

এর আগে, গত বুধবার বিকেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি অনুপস্থিত ছিল। পরবর্তীতে জানা যায়, হ্যাকার গ্রুপ “ক্র্যাক প্লাটুন” শিবির নেতা সাদিক কায়েম, এক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহসহ বেশ কয়েকজনের আইডিতে সাইবার আক্রমণ চালিয়েছিল।

এছাড়া সাইবার হামলার আশঙ্কায় উপদেষ্টা আসিফ মাহমুদ, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অন্যরা তাদের আইডি ডিজেবল করে রেখেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *