শিরোনাম

ফেসবুক অ্যাকাউন্ট থেকে আয় করবেন যেভাবে

Views: 46
চন্দ্রদ্বীপ ডেস্ক:  বর্তমানে ফেসবুক শুধু ছবি, ভিডিও বা মনের অবস্থা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার প্ল্যাটফর্ম না। বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক থেকে এখন আয় করা যায় লাখ লাখ টাকা। এখানে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি মানুষ লগইন করছেন।

অনেকে নিজেদের তৈরি করা রিল, ভিডিও শেয়ার করেন নিজের প্রোফাইলে। অনেকের আবার ব্লগিং, রিল বানানো থেকে মজার মজার কনটেন্ট তৈরি করা এখন পেশায় পরিণত হয়েছে। আগে এটি শুধু নেশা ছিল। তবে ফেসবুক, ইনস্টগ্রামে এখন এই রিল বানিয়েই অর্থ উপার্জন করা যায়।

এজন্য কেউ কেউ আলাদা পেজ বানিয়ে সেখানে পোস্ট করেন। তবে সেটা না করেও আরেকটি পথ খোলা রয়েছে। নিজের প্রোফাইলকে সেক্ষেত্রে একটি পেজে পাল্টে ফেলা যায়। ফেসবুকেই সেই অপশন রয়েছে। জেনে নিন কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলটিকে পেজে রূপান্তরিত করতে পারবেন।

>> প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করুন।
>> সেখান থেকে থ্রি ডট মেনুতে গেলে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশন রয়েছে সেটিতে ক্লিক করুন।
>> এবার সেখান থেকে হেল্প সেন্টারে যেতে হবে। সেখানেই ইউজিং ফেসবুক অপশনে যান।
>> এই অপশনে পেজেস অপশনটায় যেতে হবে। ওর মধ্যে বেছে নিতে হবে ‘ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ আ পেজ’।
>> এবারে ‘গেট স্টার্টেড’ অপশনে যেতে হবে। সেখানে গেলে পর পর কিছু অন স্ক্রিন নোটিফিকেশন আসবে। সেগুলো একে একে ফলো করুন।
>> এরপরের পেজে গেলে নিজের চয়েসগুলো রিভিউ করার অপশন আসবে। সেটি করে নিতে হবে। কারণ এরপর আপনার প্রোফাইলের চেহারাটাই যাবে বদলে।
>> এরপর ‘পাবলিশ পেজ হোয়েন ডান’ অপশনে যেতে হবে।
>> সেখানে এই অপশনকে টার্ন অফ করে দিন।
>> টার্ন অফ করে দিলে ফেসবুক নিজে থেকে আপনার পেজ পাবলিশ করতে পারবে না।
>> এবার একবার নিজের সেটিংস চেক করে নিন।
>> প্রোফাইল পেজ হওয়ার জন্য তৈরি হয়ে গেলে ফেসবুকের পক্ষ থেকেই তা জানানো হবে। এরপর পেজটি পাবলিশ করে দিতে পারেন। তাহলেই প্রোফাইল পেজে বদলে যাবে।

সূত্র: ফেসবুক হেল্প সেন্টার

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *