শিরোনাম

বঙ্গবন্ধুর কন্যা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে: আবুল হাসানাত

Views: 73

বরিশাল অফিস ::পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামগ্রিক জীবনটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তিনি বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের মহানায়ক।

অথচ স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যাকান্ডের ঘটনায় খুনিদের যাতে কেউ বিচার করতে না পারে, সেজন্য বিএনপি দায়মুক্তি অধ্যাদেশ প্রণয়ন করে হত্যার বিচার চাওয়ার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিলো। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সকল কালো আইন বাতিল করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করেছেন। যেকারণে আজ দেশের সব মানবাধিকার লঙ্ঘনের ন্যায় বিচার হচ্ছে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বরিশাল জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দর সাথে শুক্রবার রাতে মতবিনিময় সভায় বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ সত্য ও ন্যায়ের পথে থেকে আইনজীবীদের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে একজোট হওয়ার আহবান করেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বরিশাল জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দরা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সাথে তার আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

 

পরে তারা মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার মুন্সী, আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গোলাম কবীর বাদল, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ খানসহ নবনির্বাচিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *