বরিশাল অফিস :: এ দেশে ইসলাম এসেছে অলি আউলিয়াদের মাধ্যমে। ছারছিনা দরবার বাংলাদেশে প্রায় দেড় শ বছর ধরে ইসলামের খেদমত করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানও ছারছিনা শরিফে আসতেন এবং এখানেরই ভক্ত ছিলেন।
শুক্রবার জুমার নামাজের পর পিরোজপুরে ইসালে সওয়াব ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফে ছারছিনার মরহুম পির মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর (রহ.)–এর জন্য এই মাহফিলের আয়োজন করা হয়।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এ দেশে ইসলাম প্রচার ও প্রসারে ছারছিনা দরবারের অবদান অনস্বীকার্য। তারা রাজপথ দখল করে বা জ্বালাও পোড়াও আন্দোলন করে না, তারা সঠিক ইসলামের দাওয়াত নিয়ে কাজ করে।’
ছারছিনা দরবার শরিফের পির আমিরে হিজবুল্লাহ হজরত মাওলানা মুফতি শাহ আবু নসর নেছারুদ্দীন আহমদ হুসাইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সাবেক হুইপ আ. স. ম. ফিরোজ এমপি, সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি, মহিউদ্দিন মহারাজ এমপি, সাবেক এমপি এ. কে. এম. এ. আউয়াল, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব খান, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম হোসেন, বরিশালের সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মহিবুর রহমান খান বলেন, আমি সহ আমার বাবা দাদা সবাই ছারছিনা দরবারের খাদেম। ছারছিনার মরহুম পির কেবলা ছিলেন এ উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সব জাতীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। আমরা পির কেবলার আত্মার মাগফিরাত কামনা করছি।
ছারছিনা দরবার শরিফের পির শাহ আবু নসর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেন,ছারছিনা দরবার কোনো দলীয় রাজনীতি করে না। আমার বাবা, দাদা, পরদাদাসহ ফুরফুরা সিলসিলার কেউই রাজনীতি করে না। আমরাও ভবিষ্যতে করতে চাই না। আমাদের মুরুব্বিরা যে ভাবে ইসলাম ও দেশের খেদমত করছেন আমরাও একই ভাবে কাজ করতে চাই।