বরিশাল অফিস :: মন্ত্রী পদমর্যাদায় থাকা বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে আগৈলঝাড়ার সেরালস্থ সংসদ সদস্যর বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, লোকমান হোসেন ডাকুয়া, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, ইউপি সদস্য মিজানুর রহমান, নুর আলম সরদার, সোলায়মান মৃধা ও স্বপন হালদার উপস্থিত ছিলেন।