বরিশাল অফিস: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দরা।
আজ শুক্রবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান পিন্টু সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান সিকদার এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
পরে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী বরিশাল বিভাগ উন্ননয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ আতিকুর রহমান, বরিশাল জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. সাইফুল আলম গিয়াস, সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আবদুল হাকিম, মোঃ সেকান্দর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন খোকন, মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম বাবুল, মোঃ সাইফুল ইসলাম আতিক, দপ্তর সম্পাদক সুবাস চন্দ্র পাল সহ বিভিন্ন প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।