চন্দ্রদ্বীপ ডেস্ক: বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের আবেদন জমা দেওয়ার সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক, ২০২৪ প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পদক ব্যবস্থাপনা, পদক সংক্রান্ত কার্যক্রম ও ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালনার জন্য ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ব্যবস্থাপনা সিস্টেম’ bpaa.mopa.gov.bd সাইটের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, এ সিস্টেমের মাধ্যমে আবেদন দাখিলের শেষ তারিখ ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।
পদক ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য পূর্বে ঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১৬ সাল থেকে প্রশাসনের কর্মকর্তাদের কর্মদক্ষতা, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ‘জনপ্রশাসন পদক’ দেওয়া হতো। ২০২২ সাল থেকে ‘জনপ্রশাসন পদক’ এর নাম বদলে হয় ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’।
প্রতি বছর ২৩ জুন ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদযাপনের অংশ হিসেবে জনপ্রশাসন পদক দেওয়া হয়।