শিরোনাম

বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন একাডেমির পরিচালনা বোর্ডে পবিপ্রবির উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম

Views: 9

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামকে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিষ্ঠান শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. আনিচুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২০১২ সালের বাপার্ড আইনের (৭)১ এর (ধ) ধারার ক্ষমতাবলে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তিন বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে।

ড. কাজী রফিকুল ইসলামকে এ সম্মানজনক পদে মনোনয়নের জন্য পবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানরা তাকে অভিনন্দন জানান।

তারা বলেন, “এই মনোনয়ন উপাচার্যের পেশাগত দক্ষতা ও সমাজ উন্নয়নে তার অবদানের স্বীকৃতি। এটি পবিপ্রবির জন্যও গর্বের বিষয়।”

ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বাপার্ডের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করে দেশের কল্যাণে অবদান রাখতে চাই। এ পদ আমাকে আরও অনুপ্রাণিত করবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *