শিরোনাম

বঙ্গবন্ধু মেডিকেলে ভাঙচুর ও অগ্নিকাণ্ড

Views: 31

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাঙচুর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মেডিকেলের ভিতরে থাকা গাড়িগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে থাকা একটি গাড়িতে আগুন দেয় তারা।

জানা গেছে, হাসপাতালের ভেতরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা আর বাইরে আন্দোলনকারীরা। একপর্যায়ে আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করলে দুই পক্ষের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর হাসপাতাল বিল্ডিংয়ের নিচতলার মার্কেটের ভিতর থেকে মোটরসাইকেল বের করে তাতে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধরা।

জানা গেছে, শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে একটি গ্রুপ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের গেট থেকে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করেই তারা প্রথমে পার্কিংয়ে রাখা সব গাড়ি ভাঙচুর করে এবং তারপরে ব্লকের ভেতরে ঢুকে পড়ে।

বিশ্ববিদ্যালয় অবস্থানরত শিক্ষক চিকিৎসক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে যে যেখানে পেরেছেন নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অফিসের কর্মচারীসহ অনেকে পালিয়ে যেতে বাধ্য হয়। বিশ্ববিদ্যালয় যারা নিরাপদ আশ্রয় নিয়েছে এমন অনেকে এই প্রতিবেদককে জানিয়েছে যে তারা কোনোভাবে বেড়োতে পারছে না।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *