চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ হিসাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের মাধ্যমে ১১ মে ২০১৮ মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল।
২০১৮ সালে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজের স্যাটেলাইট উৎক্ষেপণ করলেও, কোনো স্থানীয় বিজ্ঞানী বা গবেষক সেই প্রকল্পে অবদান রাখার সুযোগ পায়নি।
দেশের মানুষ ভেবেছিল,বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটি বাণিজ্যিক বিবেচনায় উৎক্ষেপণ করার কারণে এখান থেকে বাংলাদেশ অনেক মুনাফা অর্জন করবে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সর্বশেষ নিরীক্ষা স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন আমলে না নিয়েই, প্রতিবেদনে বলছে,(২০২১-২২) কোম্পানিটির মুনাফার পরিমাণ দেখানো হয় ৮৫ কোটি টাকা।