মা ইলিশসহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে ২২ দিনের মৎস্য অবরোধ চলাকালে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক হওয়া ৩১ জন ভারতীয় জেলের মুক্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা কারাগার থেকে তাদের কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করা হয়।
পটুয়াখালী জেলা কারাগারের সুপার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।
তিনি আরও জানান, মোংলা, বাগেরহাট ও চট্টগ্রামের কারাগার থেকে হেফাজতে থাকা আরও ৬৪ ভারতীয় জেলের মুক্তি এবং ট্রলার হস্তান্তরের আনুষ্ঠানিকতা আগামী দুই একদিনের মধ্যেই সম্পন্ন হবে। এ সময় পর্যন্ত মুক্ত জেলেরা কোস্টগার্ডের হেফাজতে থাকবেন।
এ সময় পটুয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং কোস্টগার্ড দক্ষিণ জোনের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বন্দি বিনিময়ের আওতায় বাংলাদেশের ৯০ জন জেলেও ভারতের জেলে আটক রয়েছেন। তাদেরও একই সময়ে মুক্তি দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। মুক্ত জেলেদের পরিবারের সদস্যরা এ ঘটনায় উচ্ছ্বসিত।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম