শিরোনাম

বরগুনায় বঙ্গোপসাগরে ট্রলার থেকে ছিটকে পড়ে জেলে নিখোঁজ

Views: 42

বরিশাল অফিস :: বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে ট্রলার থেকে পড়ে শাহজাহান (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ শাহজাহান পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের লাল শরীফের ছেলে। শাহজাহান পাথরঘাটার কামাল হোসেনের মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া ট্রলারের জেলে।

এফবি মা-বাবার দোয়া ট্রলারের মাঝি আরমান জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর ২৭ জুলাই পাথরঘাটা মৎস্য ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য রওনা দেন। হঠাৎ আবহাওয়া খারাপ হলে পরদিন তালতলীর ছকিনা এলাকায় ট্রলার নোঙর করে রাখা হয়। ২৯ জুলাই পুনরায় সাগরে যাওয়ার সময় ফেয়ারওয়ে বয়া এলাকায় জাল পাতার জন্য ঘণ্টা বাজানো হয়। এ সময় ট্রলারে ১২ জেলেকে পাওয়া গেলেও শাহজাহানকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাগরে অতিরিক্ত ঝড়ের কারণে কোনো এক সময় শাহজাহান সাগরে পড়ে গেছেন।

নিখোঁজ জেলে শাহজাহানের ছেলে জয়নাল বলেন, আমার বাবার যদি হায়াত থাকে তাহলে যেন আল্লাহ ফিরিয়ে দেন। আর তা যদি না থাকে তবে যেন বাবার লাশটা অন্তত ফিরে পাই।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুম আকন জানান, নিখোঁজ জেলের সন্ধানের জন্য সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারগুলোকে ওয়্যারলেসের মাধ্যমে জানানো হয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ শাহজাহান ভেসে ভারতের ভেতরের অংশে চলে গেছে।

কোস্টগার্ড দক্ষিণ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিল মেহবুব জানান, বৃহস্পতিবার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর মাধ্যমে বিষয়টি জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সাগরে অবস্থানরত টহল টিমকেও অবগত করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *