চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাৎসরিক আয় সাড়ে ৩ লাখ টাকার নিচে হলে ব্যক্তিরা করমুক্ত থাকবেন এবং তাদের কোনো আয়কর দিতে হবে না। এই সীমার ওপরে আয় হলে ন্যূনতম আয়কর প্রযোজ্য হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান এই তথ্য জানান। রবিবার শের ই বাংলা নগরে এনবিআর আয়োজিত সংবাদ সম্মেলনে ‘আয়কর তথ্য-সেবা মাস’ উদযাপনের ঘোষণা দেওয়া হয়, যেখানে কর সচেতনতা বাড়ানো ও আয়কর তথ্যসেবা কার্যক্রমের ব্যাপক আয়োজনের কথা বলা হয়।
এনবিআর চেয়ারম্যান জানান, ব্যক্তি শ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সরকারি কর্মকর্তা, তফসিলি ব্যাংক এবং মোবাইল ফোন অপারেটরদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া সকল করদাতাকে অনলাইনে ই-রিটার্ন ও আয়কর দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।