শিরোনাম

বড় পর্দায় মেহজাবীনের অভিষেকে শুভকামনা জানালেন জয়া

Views: 8

এই বছরের শেষ মাসে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা, যার মধ্যে অন্যতম হচ্ছে ‘প্রিয় মালতী’ এবং ‘নকশী কাঁথার জমিন’। দুই নায়িকা, মেহজাবীন চৌধুরী এবং জয়া আহসান, তাদের আসন্ন সিনেমাগুলির জন্য জোর প্রচারণা চালাচ্ছেন।

২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’। এটি মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় অভিষেক সিনেমা। সিনেমায় তিনি অভিনয় করেছেন এক লড়াকু, নিম্ন-মধ্যবিত্ত নারীর চরিত্রে, যে একটি মারাত্মক আগুনের ঘটনায় জীবনকে পুনরায় গড়তে সংগ্রাম করে। তার চরিত্রকে নানা সামাজিক ও সমাজ ব্যবস্থার প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়। সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, যা মানুষের অস্তিত্বের বাস্তবিক দিকগুলো ফুটিয়ে তোলে।

অন্যদিকে, ২৭ ডিসেম্বর মুক্তি পাবে আকরাম খান পরিচালিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ নয় মাস পর বড় পর্দায় ফিরছেন জয়া আহসান। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আবেগঘন একটি গল্পে নির্মিত এই সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের নতুনভাবে মাতাবেন।

সম্প্রতি, জয়া আহসান তার ফেসবুক পেজে ‘নকশী কাঁথার জমিন’ সিনেমার পোস্টার ও টিজার শেয়ার করেছেন এবং সেখানে মেহজাবীন চৌধুরীকে শুভকামনা জানান। জয়া মন্তব্য করেন, “বেস্ট উইশেস আপু”, সঙ্গে যোগ করেন লাভ ইমোজি। মেহজাবীন এই শুভকামনা গ্রহণ করে উত্তরে লেখেন, “তোমাকে বড় পর্দায় দেখার তর সইছে না।”

‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন ছাড়াও আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট এবং রিজভী রিজু। এছাড়া, ‘প্রিয় মালতী’ সিনেমার একটি গান, “এই শহর স্বার্থপর”, গেয়েছেন র‌্যাপার সেজান, যার সুর ও সংগীতও করেছেন তিনি। গত ১৭ ডিসেম্বর প্রকাশ পেয়েছে গানটির টিজার, এবং পুরো গানটি আজ রাত ৮টা ৩০ মিনিটে চরকির ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *