চন্দ্রদ্বীপ ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়টা আগেই মোটামুটি নিশ্চিত হলেও, খাতা-কলমে হিসাবটা বাকি ছিল বাংলাদেশের। গ্রুপপর্বের শেষ ম্যাচে বিবর্ণ পারফরম্যান্সে সেটাই নিশ্চিত করল নিগার সুলতানা জ্যোতির দল। অবশ্য পুরো টুর্নামেন্টেই তাদের চিত্রটা একই ছিল। ব্যাট-বলে আরেকটি ব্যর্থ দিনে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হতো তাদের, তবে আটকে থাকত যদি-কিন্তুর হিসাবে। বাজে ব্যাটিংয়ের পর একই দৃশ্য বোলাররাও মঞ্চায়ন করায় তার আর দরকার পড়েনি। আগে ব্যাট করে বাংলাদেশ সর্বসাকুল্যে ১০৬ রান সংগ্রহ করে।
ব্যাট করতে নেমেই ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশ ওপেনার দিলারা আক্তার আউট হয়ে যান। প্রথম ৫ ওভারেই তারা কোনো বাউন্ডারি মারতে পারেনি, তুলেছিল মাত্র ১০ রান। এমন শুরুর পর সাথি রানির ধীরগতির ইনিংস দলীয় কিছুটা এগিয়ে নিতে থাকে। তবে একবার জীবন পেয়েও ৩০ বলে ১৯ রান করে আউট হয়ে যান এই ওপেনার। তৃতীয় উইকেট জুটিতে সোবহান মোস্তারি ও অধিনায়ক জ্যোতি মিলে যোগ করেন ৪৫ রান।