শিরোনাম

বন্যাদুর্গতদের সহায়তা পাঠিয়েছে বরিশালের মন্দির কমিটি

Views: 36

বরিশাল অফিস :: সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব আয়োজনের বাজেট কমিয়ে বন্যাদুর্গতদের জন্য অর্থ সহায়তা পাঠিয়েছেন বরিশালের বেশ কয়েকটি মন্দির কমিটির নেতৃবৃন্দরা। আরো কয়েকটি কমিটির পক্ষ থেকে অর্থ সহায়তা পাঠাতে তহবিল প্রস্তুত করা হয়েছে।

শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের সবচেয়ে বড় শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক তন্ময় দাস বলেন, ফেনী-কুমিল্লাসহ ১০টি জেলা বন্যায় মানবিক সংকট তৈরী হয়েছে। তাই শংকর মঠের পক্ষ থেকে দুর্গোৎসবের জন্য যে বাজেট নির্ধারন করা হয়েছিল তার বড় একটি অংশ বৃহস্পতিবার মন্দির কমিটির পক্ষ থেকে সাহায্যকারী দল পাঠিয়ে বিভিন্ন এলাকার বন্যাদুর্গতদের জন্য অর্থ সহায়তা পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মন্দিরের পক্ষ থেকে সাত সদস্যর একটি স্বেচ্ছাসেবী দল পাঠানো হয়েছে। আরো কয়েকটি মন্দির কমিটির পক্ষ থেকে প্রায় ২০ হাজার টাকা পাঠানো হয়েছে। অন্যান্য মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে বন্যা দুর্গত এলাকার মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য আহবান করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণারঞ্জন চক্রবর্তীর স্মৃতি দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অয়ন চক্রবর্তী বলেন, অর্থ প্রদানকে আমরা সহায়তা বলছি। কারণ এটি আমাদের প্রতি দুর্গত এলাকার মানুষের অধিকার। দুর্গা পূজায় আলোকসজ্জা, ভালো পোশাক ক্রয়, সাউন্ড সিস্টেমের পিছনে অর্থ ব্যয় বাধ্যতামূলক নয়। ধর্মীয় যে রীতি রয়েছে সেটি পালন করাই যথেষ্ট। এজন্য আমাদের মন্দিরের পক্ষ থেকে ঐচ্ছিক ব্যয় করার জন্য যে বাজেট ছিল, তার অর্ধেক বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে পাঠানো হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *