শিরোনাম

বন্যার্তদের জন্য বিএম কলেজের শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ

Views: 34

বরিশাল অফিস :: বন্যা কবলিত এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ত্রাণ সংগ্রহের কাজ শুরু করেছেন সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আহবানে সাড়া দিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক সহায়তা নিয়ে আসছেন মানুষ।

শুক্রবার দিবাগত রাত আটটা পর্যন্ত ত্রাণ সংগ্রহ করা হয়েছে। এর পূর্বে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে কলাভবন-২, মসজিদ গেট ও জিরো পয়েন্ট এলাকায় গণ-ত্রাণ সংগ্রহের বুথ বসানো হয়। এ সকল বুথে বন্যার্তদের সহায়তার জন্য জামা কাপড়সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ। এসব ত্রাণ রাখা হয় কলাভবন-২ এর নিচ তলার ১০২ নম্বর কক্ষে ও ডিগ্রি হোস্টেলের রিডিং রুমে। সেখানে প্রতিটি পোশাক আলাদা করে প্যাকেজিং করা হচ্ছে। এগুলো পৌঁছানো হবে বন্যা কবলিত এলাকায়। অনেকে নগদ অর্থ সহায়তাও করছেন। সেসব টাকাও হিসেব করে সংরক্ষণ করে রাখা হচ্ছে।

মহতি উদ্যোগ ॥ নগরী সংলগ্ন শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর টোলে গত ১২ ঘন্টায় আদায় হওয়া ইজারার সমূদয় টাকা বন্যার্তদের জন্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে টোল আদায়কারী ইজারাদার এম খান গ্রুপ। শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যে পরিমাণ টাকা উত্তোলন করা হবে তার পুরোটাই সহায়তার ফান্ডে দেওয়ার কথা জানিয়েছেন, টোল প্লাজার ইনচার্জ আবুল হাসান খান সুমন। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান মাহফুজ খান এ নির্দেশ দিয়েছেন। অন্যান্য দিনের ওপর নির্ভর করে ধারণা করা হচ্ছে শনিবারও দুই লাখ টাকার মতো আদায় হতে পারে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *