শিরোনাম

বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিপাকে শুভ

Views: 43

চন্দ্রদ্বীপ বিনোদন :: ভয়াবহ বন্যার কবলে দেশ। ভারী বর্ষণ ও উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যাকবলিত ২২ লাখের বেশি মানুষ। এই সময় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন শোবিজের তারকা শিল্পীরা। বানভাসিদের নিয়ে তারকাদের এমন সক্রিয়তা সবার নজর কেড়েছে।

বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিপাকে পড়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। আজ বৃহস্পতিবার এই অভিনেতা ফেসবুকে লিখেছেন, ‘ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই। সবার আগে বন্যাকবলিত এলাকার মানুষ, পশুপাখিসহ সব জীবের নিরাপত্তা নিশ্চিত করি। আল্লাহ সহায় হন আমাদের।’

তার এমন বার্তায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন অনুসারীরা। কেউ করেছেন কটাক্ষ আবার কেউ রীতিমতো আক্রমণাত্মক মন্তব্য করেছেন শুভর ওই পোস্টে। সানজিদা আক্তার নামে একজন লিখেছেন, ‘আসছে বঙ্গবন্ধু! আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনার আব্বা!’

রাসেল রায়হান লিখেছেন, ‘অবশেষে আপনিও আসলেন।’

আরোসা মনি নামে একজন লিখেছেন, ‘জুলাই মাসে চুপ ছিলেন, আজ আসছেন মানবতা দেখাইতে ভাই।’

মেহেদী হাসান নামে অন্য একজন লিখেছেন, ‘তুমি না বলেছিলে, ভারত-বাংলাদেশ ভাই-ভাই! এই নমুনা ভাইদের?’

বলা দরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন আরিফিন শুভ। এ কারণে অধিকাংশ মানুষের কাছেই খলনায়কে পরিণত হয়েছেন তিনি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *