পটুয়াখালী প্রতিনিধি :: বন্যার্তদের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে নিজ জেলা সফরের কর্মসূচি বাতিল করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আগামী শনিবার (২৪ আগস্ট) তার নিজ জেলা সফরে যাওয়ার কথা ছিল। তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং উদ্ধারকাজে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পটুয়াখালী জেলায় আগমন উপলক্ষে শনিবার (২৪ আগস্ট) জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু উজানের ঢলে দেশের পূর্বাঞ্চলে বন্যা বিপর্যয়সহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নির্দেশনায় প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের দুর্গত এলাকায় উদ্ধারকাজসহ ভুক্তভোগী মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।