বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ৩ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী ছিলেন।
পরীক্ষা চলাকালীন বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।
কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, অত্যন্ত স্বচ্ছতার সাথে আমাদের শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা বাধা-বিপত্তির কারণ দেখা যায়নি।