শিরোনাম

ববিতে ছাত্রদলের শহীদ ওয়াসিম আকরামের জন্মদিনে মোমবাতি প্রজ্বলন

Views: 12

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল শহীদ ওয়াসিম আকরামের জন্মদিন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন করেছে। শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল নেতাকর্মীরা ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। তারা বলেন, “স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে শহীদ ওয়াসিম আকরাম ছিলেন অন্যতম।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী জাফর আলী বলেন, “স্বৈরাচারী হাসিনার শাসন থেকে মুক্তির জন্য শহীদ ওয়াসিম আকরামের অবদান অবিস্মরণীয়। ছাত্রদলের নেতাকর্মীরা তাদের সাহসিকতা ও ত্যাগের জন্য চিরকাল স্মরণীয় থাকবেন।” তিনি আরও যোগ করেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি কর্মী শহীদদের আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী রিফাত মাহমুদ বলেন, “শহীদ ওয়াসিম আকরাম ছিলেন একজন উদ্যোমী এবং সাংগঠনিক নেতা, যিনি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং তার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।”

এ সময় উপস্থিত ছিলেন আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, মো. আব্দুল্লাহ, জিয়াদুর ইসলাম, চাকমা শাওন ইসলাম, মো. রিফাত মাহমুদ, মো. হাবিবুর রহমান, মো. সাকিব মিয়া ও রবিউল খান প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *