শিরোনাম

বরগুনায় আগুনে স্বর্ণের দোকানসহ ২৫টি দোকান পুড়ে ছাই

Views: 59

বরিশাল অফিস :: গভীর রাতে বরগুনার শত বছরের পুরাতন ফুলঝুড়ি বাজারে অগ্নিকাণ্ডে স্বর্ণের দোকানসহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত পৌনে একটার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে সোনালীনিউজকে নিশ্চিত করেছেন বরগুনা থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান।

বরগুনা সদর উপজেলার বদরখালি ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুড়ি বাজারে রাত অনুমান পৌনে বারোটার মিনিটের সময় একটি খাবার হোটেল থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়।

আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাদের দুই ইউনিট প্রায় দু’ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুটি স্বর্ণের দোকান, দুটি গোডাউন,গার্মেন্টস, মুদি,হোটেল সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকগণ এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হন। এসকল প্রতিষ্ঠানের মালিকরা বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ আনায় এখন তারা পড়েছে মারাত্মক বিপদে।

আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সার্কেল আ. হালিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, বরগুনা থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান রাজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল ইসলাম।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *