শিরোনাম

বরগুনায় ট্রলার ডুবি ভাসমান অবস্থায় ১১ জেলে উদ্ধার, নিখোঁজ এক

Views: 25

বরিশাল অফিস :: বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বরগুনার নলী এলাকার মো: মধু মিয়ার মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ১২ জেলেকে নিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ১১ জেলে উদ্ধার হলেও ইলিয়াস (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ ইলিয়াস বরগুনা সদর উপজেলার নলী এলাকার বাসিন্দা। এ রিপোর্ট লেখা পযন্ত তার বাবার নাম জানা যায়নি এবং উদ্ধার জেলেদের বাড়ি বরগুনার জেলার বিভিন্ন এলাকায়।

গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার মালিক মধু মিয়ার বরাত দিয়ে জানান, গত রোববার বিকেলে পাথরঘাটা মৎস্য ঘাট থেকে রসদ সামগ্রীসহ ১২ জন জেলেকে নিয়ে মাছ শিকারের জন্য সমুদ্রে যান। হঠাৎ বৈরী আবহাওয়া শুরু হলে সমুদ্র উত্তাল হয়ে পরে। সাগরে জাল ফেলে মাছ শিকারের জন্য অপেক্ষা করলে হঠাৎ ট্রলারটি উল্টে ডুবে যায়। উল্টে যাওয়া ট্রলারের ১১ জেলেকে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলারে উদ্ধার করে ঘাটে নিলেও ইলিয়াস নামের এক জেলেকে খুঁজে পায়নি তারা।

তিনি আরো জানান, ‘উদ্ধার হওয়া জেলেদের মহিপুর নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আবহাওয়ার স্বাভাবিক হলে জেলেদের বাড়িতে পাঠানো হবে এবং সাগর উত্তাল থাকায় নিখোঁজ জেলের সন্ধানে কোনো ট্রলার পাঠানো যাচ্ছে না।

ট্রলারের মালিক মধু মিয়া আরো জানান, ‘২৫ লাখ টাকা খরচ করে নতুন নির্মাণ করেছেন ট্রলারটি। তার সকল সম্পদ এর পিছনে ব্যয় করে সাগরে পাঠিয়েছেন। তিনি এখন ‘আমি নিঃস্ব হয়ে গেছেন বলে জানান।

কোস্টগার্ডের দক্ষিণ স্টেশন কমান্ডার লে. শাকিব মেহবুব জানান, ট্রলার ডুবির ঘটনাটি আপনার মাধ্যমেই জেনেছি। এখন পর্যন্ত কেউ বিষয়টি জানায়নি। যেহেতু পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ট্রলার ডুবেছে, যা চট্টগ্রাম জোনের আওতায়। হেড অফিসে জানাচ্ছি। তারা জেলেকে উদ্ধারের জন্য ব্যাবস্থা নিবেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *