Views: 28
অর্ণব শরীফ (বরগুনা): জেলার আমতলী উপজেলার পায়রা নদীতে সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়।
বিকেলে পায়রা নদীর আমতলী লোছা নামক এলাকায় স্থানীয় জেলে জাহিদের জালে মাছটি ধরা পড়ে।
আমতলী পাইকারি মাছের আড়তদার মো. রাসেল মিয়া জানান, এ বছর ইলিশের ভরা মৌসুমে এত বড় ইলিশ আর বাজারে আসেনি। মাছটি একনজর দেখার জন্য সবাই ভিড় জমান।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, জেলেরা ইলিশের অবরোধ সঠিকভাবে পালন করায় নদী-সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক সুখবর।