শিরোনাম

বরগুনায় পুকুরে পাওয়া গেল ৯৫টি ইলিশ

Views: 52

অর্ণব শরীফ (বরগুনা): জেলার পাথরঘাটায় পুকুরে জাল টেনে পাওয়া গেল ইলিশ মাছ। একটি দুটি নয় মোট ৯৫টি ইলিশ মাছ পাওয়া গেল পুকুরটিতে।

গতকাল বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নম্বর রায়হানপুর ইউনিয়নের রায়হানপুর গ্রামের আলমের বাড়ির পুকুরে পাওয়া যায়। ইলিশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আলম মিয়া বলেন, “প্রায় ৮০ শতাংশ জুড়ে আমাদের পুকুরে প্রতি বছরই মাছ ধরা হয়, পুকুরে বড় বড় বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। গতকাল জাল টেনে পুকুরে মাছ ধরা শুরু করি। এ সময় বিভিন্ন মাছের সঙ্গে জালে উঠতে থাকে একের পর এক ছোট সাইজের ইলিশ।

তিনি আরও বলেন, আমাদের পুকুরের পাশেই হলতা নদী। আর এই নদী মিশেছে বিষখালী নদীর সঙ্গে। পুকুরের সঙ্গে হলতা নদীর সঙ্গে সংযুক্ত। তাই জোয়ারের সঙ্গে জাটকা ঢুকতে পারে বলে ধারণা করছি।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, যেহেতু নদীর সঙ্গে পুকুরের একটা সংযোগ আছে, সে কারণে জোয়ার-ভাটায় মাছের ডিম বা পোনা ঢুকতে পারে। এটা নতুন কিছু নয়।।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *