শিরোনাম

বরগুনায় প্রান্তিক মানুষদের মাঝে ঋণ বিতরণ

Views: 9

বরগুনা জেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রান্তিক মানুষদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল কর্মসূচির আওতায় গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বরগুনার আরডিএফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ টাকার হিসাবধারী ৬৯ জন গ্রাহকের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।

এনআরবিসি ব্যাংক পিএলসি এই অনুষ্ঠানটির মূল আয়োজক হিসেবে কাজ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন। এ সময় এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশন ও বরিশাল-খুলনা জোনের প্রধান এসইভিপি একেএম রবিউল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দেবাশীষ রায়, মাইক্রো ফাইন্যান্স ডিভিশনের প্রধান মো. রমজান আলী ভূইয়াঁসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ১৮টি বাণিজ্যিক ব্যাংক তাদের গ্রাহকদের মধ্যে প্রকাশ্যে বিনা জামানতে ঋণ বিতরণ করে। এতে সবচেয়ে বেশি ঋণের চেক দেয়া হয় এনআরবিসি ব্যাংকের ২৩ জন গ্রাহককে। এছাড়া সোনালী ব্যাংকের ৭ জন, অগ্রণী, বাংলাদেশ কৃষি ও ইসলামী ব্যাংকের ৫ জন করে এবং ইউসিবি, উত্তরা, রূপালী, জনতা, আল আরাফাহ, পূবালী ও ব্র্যাক ব্যাংকের ২ জন করে গ্রাহক ঋণের চেক পায়। ঋণের পরিমাণ ছিল সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন বলেন, “দেশের নিম্ন আয়ের মানুষের জন্য ব্যাংকিং সেবা খোলার সুযোগ সৃষ্টি করেছে। তারা খুব সাধারণ তথ্য দিয়ে ঋণ সুবিধা পাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য লাভজনক। আমরা চাই এই ছোট উদ্যোক্তারা বড় উদ্যোক্তা হয়ে উঠবে।”

এনআরবিসি ব্যাংকের একেএম রবিউল ইসলাম বলেন, “আমরা প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষদের জন্য ঋণ বিতরণ করে যাচ্ছি এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ৯৩ কোটি টাকা ৩ হাজার উদ্যোক্তাদের মাঝে বিতরণ করেছি।”

এনআরবিসি ব্যাংকের মো. রমজান আলী ভূইয়াঁ বলেন, “আমরা ব্যাংকিং সেবা দিয়ে মানুষের জীবনমান উন্নত করতে কাজ করছি, যার ফলে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *