শিরোনাম

বরগুনায় বৃক্ষ মেলা শুরু

Views: 29

বরগুনা থেকে অর্ণব শরীফ: “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে বরগুনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা কেন্দ্রিয় শহীদ মিনার প্রঙ্গনে শুরু হওয়া এ মেলায় ইতোমধ্যে নানা জাতের ফুল, ফল, কাষ্ঠল ও ঔষধী গাছের পশরা নিয়ে অনেকগুলো স্টল বসেছে। এ বৃক্ষমেলাকে কেন্দ্র করে প্রতি বছরই বরগুনাবাসীর মধ্যে ব্যপক উৎসাহ-উদ্দিপনা লক্ষ্য করা যায়। ধারনা করা হচ্ছে প্রতি বছরের মত এ বছরও দারুন ভাবে জমে উঠবে বৃক্ষ মেলা।

জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে এ উপলক্ষে আজ সকাল ৯ টায় একটি রেলির আয়োজন করা হয়। রেলিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা ও সফল বনায়নকারীদের মাঝে চেক বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির। এছাড়া এই অনুষ্ঠানে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *