Views: 62
অর্ণব শরীফ: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকেই বরগুনায় থেমে থেমে বৃষ্টি ও দমকা হওয়া বইছে তবে দুপুরের পর থেকে এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এদিকে বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন এর এক জেলে আজ বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন।
জিন্নাত আলী মুসুল্লির ছেলে আবুল হোসেন নামের ষাট বছর বয়সী এই জেলে বেলা একটায় কাকচিরা ভাড়ানি খাল এলাকা থেকে মাছ ধরার ট্রলার নিয়ে বিষখালী নদীতে মাছ ধরতে নামেন। বেলা তিনটার দিকে কাকচিড়া লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকায় তার ট্রলারটি জনশূন্য অবস্থায় ভাসতে দেখা যায়। পরে স্থানীয় জন সাধারণ অনেক খোঁজা-খুঁজি করেও তার কোন হদিস পান নি।।