শিরোনাম

বরগুনায় শিক্ষকের ধান কেটে নিলেন বিএনপি নেতা

Views: 10

বরগুনার আমতলীর ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান বাবুল হাওলাদারের জমির ধান রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা এবং তার সহযোগীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই শিক্ষক এ অভিযোগ করেন। তিনি জানান, গত শুক্রবার রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে তার বাবা-মায়ের ৪ দশমিক ৮৮ একর জমির ধান ২০-২৫ জনের একটি দল কেটে নিয়ে গেছে। এই দলের নেতৃত্ব দেন ডালিম হাওলাদার ও জুয়েল মাতুব্বর, এবং তাদের সাথে ছিলেন বিএনপি নেতা মো. তুহিন মৃধা।

শিক্ষক মনিরুজ্জামান বাবুল বলেন, “এই জমি আমি ও আমার তিন ভাই ভোগদখল করে আসছি।” তিনি আরও অভিযোগ করেন, “ধান কেটে নেওয়ার পরেও অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, ফলে তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

এ বিষয়ে অভিযুক্ত ডালিম হাওলাদার বলেন, “আমরা কোনো ধান কেটে নি। বরং মনিরুজ্জামান বাবুল ও তার লোকজন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।” তিনি আরও দাবি করেন যে, মনিরুজ্জামান বাবুল নিজেই ধান কেটে নিয়েছেন এবং এর প্রমাণ রয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, “এই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে, তবে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

এদিকে, আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *