শিরোনাম

বরগুনায় হৃদয় হত্যা মামলা: ১৬ কিশোরকে বিভিন্ন মেয়াদে সাজা

Views: 39

 

বরিশাল অফিস: বরগুনায় চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলায় জড়িত ১৯ শিশুর রায় মংগলবার ঘোষণা করা হয়েছে। বরগুনা জেলা কারাগারের সেফহোম থেকে ১৬ শিশুকে সকাল ৯টায় আদালতে হাজির করা হয়। বাকি ৩ শিশু জামিন নিয়ে পলাতক রয়েছে।

বরগুনার শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। বরগুনার আলোচিত রিদয় হত্যা মামলার শিশু আদালতের রায় ঘোষনা করেন। ১২ জন আসামীকে ১০ বছর মেয়াদে আটক আদেশ প্রদান করা হয়, ইউনুছ কাজী অরফে ইউনুছ, মো: রানা আকন, মো: ইমন হাওলাদার, মো: জুয়েল কাজী, মো: নয়ন হাওলাদার (পলাতক), মো: সজিব (পলাতক), নাজমুল শিকদার, রাইয়ান বিন অন্তর অরফে অন্তর, সিফাত ইসলাম (পলাতক), মো: মোশারেফ, মো: সাইফুল মৃধা, মো: রাব্বি। ৪ জন আসামি ৭ বছর মেয়াদে সাজা প্রদান করা হয়, মো: সাগর গাজী, মো: সাইফুল কাজী, সোহাগ কাজী, মো: ফাইজুল ইসলাম। ৩ জন আসামি বেখসুর খালাস দেওয়া হয়, মো: শফিকুল ইসলাম, মো: নাঈম কাজী, মো: রবিউল ইসলাম।

উল্লেখ্য ২০২০ সালের ২৫ মে ঈদের দিন সে বন্ধুদের সঙ্গে পায়রা নদীর পাড়ে ঘুরতে যায়। সেখানে নদী তীরে বসা নিয়ে বন্ধুদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে বন্ধুরা তাকে পিটিয়ে হত্যা করে। পরদিন হৃদয়ের মা ফিরোজা বেগম বরগুনা থানায় হত্যা মামলা করেন। হৃদয়ের মা বলেন,আমার আইনজীবীগন টাকায় বিক্রি হয় নায়। আমি রায়ে খুশি দেশে এখনও সত্যের জয় হয়।প্রধান মন্ত্রীর কাছে আবেদন জানাই আমাকে জেনো নিরাপত্তা দেওয়া হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *