শিরোনাম

বরগুনায় ১৮ বছর পর পাথরঘাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল

Views: 11

বরিশাল অফিস :: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে ১৮ বছর পর বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াত।

সোমবার বিকালে পাথরঘাটার শহীদ আবু সাঈদ চত্বরে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ‘সন্ত্রাসীদের আস্তানা, এ বাংলায় হবে না’ ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’ ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ’ এ ধরনের স্লোগানে মুখরিত করে উপজেলার কে এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ চত্বরে এসে শেষ হয়।

উপজেলা আমীর মো. শামীম আহসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা নায়েবে আমির মাও. আবু জাফর মোহাম্মাদ সালেহ, পাথরঘাটা উপজেলা আমীর মো. শামীম আহসান, পৌর আমীর হাফেজ মাও. মাসুদুল আলম, ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা পৌর সভাপতি হাফেজ রাকিব হাসান ও পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাহবুবুর রহমান খান প্রমুখ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *