শিরোনাম

বরগুনার আমতলীতে স্ত্রীর পরকীয়ায় আসক্তি নিয়ে সংঘর্ষ, স্বামী হত্যা করলেন

Views: 9

বরগুনা জেলার আমতলীতে বিয়ের আট মাসের মাথায় স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে বাগবিতণ্ডার পর স্বামী মনিরুল ইসলাম কর্তৃক স্ত্রীর লাঠির আঘাতে মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনার ঘটে। নিহত স্ত্রীর নাম তিন্নি (২০), তিনি উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম ছিল নিজাম উদ্দিন।

ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে। অভিযুক্ত স্বামী মনিরুল ইসলাম ওই গ্রামের হারুন খাঁর ছেলে এবং পেশায় অটোরিকশা চালক।

জানা গেছে, আট মাস আগে পারিবারিকভাবে মনিরুল ও তিন্নির বিয়ে হয়। তবে কিছুদিন ধরেই স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে তাদের মধ্যে অশান্তি চলছিল। এই বিষয় নিয়ে গত কয়েকদিন আগে পারিবারিকভাবে বৈঠকও হয়েছিল। যদিও স্ত্রীর কাছ থেকে কোনো আপত্তি আসেনি, কিন্তু মঙ্গলবার বিকেলে তিন্নি তার পরকীয়া প্রেমিকের সঙ্গে মুঠোফোনে কথা বলছিল। এই কারণে স্বামী মনিরুলের সঙ্গে তাদের তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী মনিরুল স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তিন্নিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের কাছ থেকে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী মনিরুল পালানোর চেষ্টা করেন, কিন্তু স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মনিরুলকে আটক করে এবং নিহতের মরদেহ থানায় নিয়ে যায় সুরতহাল প্রতিবেদন করার জন্য।

নিহতের চাচাত ভাই নূরে আলম জানিয়েছেন, স্ত্রীর পরকীয়া প্রেমে আসক্তি নিয়ে বাগবিতণ্ডায় এই ঘটনা ঘটেছে, এবং স্বামী মনিরুল তাকে পিটিয়ে হত্যা করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মনিরুলকে আটক করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *