বরিশাল অফিস :: বরগুনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও গরিব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে বালিকা বিদ্যালয় সড়কে ৫ শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সারা দেশে শৈত্য প্রবাহের কারণে শীতে স্থবির হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সেই মুহূর্তে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন বরগুনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ।শীতবস্ত্র পেয়ে আনন্দিত এ সকল মানুষ।