শিরোনাম

বরিশালে আদালতের রায়ে ২৭ মাস পর ইউপি সদস্য নির্বাচিত

Views: 65

বরিশাল অফিস :: ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় ২৭ মাস পর পুর্নগণনায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আসাদুজ্জামান খলিফা। সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আসাদুজ্জামান খলিফা বলেন, বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসানের নির্দেশে ভোট পুর্নগণনা করা হয়। এতে দেখা যায়, ফুটবল প্রতীকে আমি (আসাদুজ্জামান) পেয়েছি ১ হাজার ১৭২ ভোট। আমার নিকটতম প্রতিদ্বন্ধী মামুন পাইক মোরগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৩৫ ভোট। পরে আদালতের বিচারক আমাকে বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করেন।

আসাদুজ্জামান বলেন, মামুন পাইক কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামানকে প্রভাবিত করে আমাকে হারিয়ে দেন। আমি আদালতের কাছে প্রতিকার চেয়ে ন্যায়বিচার পেয়েছি। জনগণের রায় সফল হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ১১ নভেম্বর বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মামুন, আসাদুজ্জামান ছাড়াও লাল মিয়া পাইক প্রতিদ্বন্ধিতা করেন। ওয়ার্ডের বিএইচপি একাডেমির কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ কামরুজ্জামান ১ হাজার ২৮০ ভোট পাওয়ায় মামুনকে বিজয়ী ঘোষণা করেন।

ওইসময় আসাদুজ্জামান ১ হাজার ১৮৯ ভোট পেয়েছেন বলে ঘোষণা করা হয়। পরবর্তীতে ভোট পুর্নগণনা চেয়ে ২০২২ সালের ৪ জানুয়ারি আদালতে আবেদন করেন আসাদুজ্জামান। এরপর বিচারক হাসিবুল হাসান, প্রার্থী মামুন পাইক, তার আইনজীবী জাহিদুল ইসলাম পান্না, প্রার্থী আসাদুজ্জামান ও তার আইনজীবী আজাদ রহমানের উপস্থিতিতে ভোট পুর্নগণনা করা হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *