বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামে ৯ টি দোকান ও ৫টি বসত ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) ভোররাতের দিকে
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
বিষয়ে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাকেরগঞ্জ স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবুল কাসেম তিনি জানান,দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। মোট তিনটি ইউনিট মিলে সকাল ৬ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তবে কোন হতাহতের খবর আমরা পাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্ত না করে বলা যাবে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন বলেন, আগুনে সংবাদ শুনে দ্রুত ঘটনা স্থলে আমাদের পুলিশের টিম ছুটে আসেন এবং জনতার ভিড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন পাশাপাশি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করেছেন।