Views: 34
বরিশাল অফিস :: বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বরিশাল সফরের অংশ হিসেবে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি।
এ সময় বরিশাল জেলা ও দায়রা জজসহ অন্যান্য আদালতের বিচারকরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি আদালত প্রাঙ্গণে একটি কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন।
সন্ধ্যায় বরিশাল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে।