বরিশাল অফিস :: বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখার অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক কমলেশ চন্দ্র হালদার ও এসআই মো: সাইফুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বরিশাল কোতয়ালী মডেল থানাধীন নাজিরের পোল এলাকার আজমীর হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তারা হলেন,বরিশাল জেলার গৌরনদী মহিলাড়া বেজাহার ২ নং ওয়ার্ডের পিতা- মৃত আলতাফ মাতুব্বরের ছেলে মো: ইমরান মাতুব্বর(৩০) ও নগরী কাউনিয়া থানাধীন ৭ নং ওয়ার্ডের বাসিন্দা পিতা- মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মো: বাবুল হাওলাদার(৬২)।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে ২ জন ব্যাক্তি ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক জায়গায় থেকে অন্য জায়গায় নেওয়ার সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।