শিরোনাম

গৌরনদীতে গৃহবধুকে পিটিয়ে আহত

Views: 42

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদীতে বসতবাড়িতে হামলা চালিয়ে গৃহবধু মিনারা বেগম (৪৫) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের স্বামী স্বপন হাওলাদার অভিযোগ করে বলেন, একই গ্রামের হৃদয় বেপারীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে রোববার সন্ধ্যায় আমার তর্ক হয়। পরে বিষয়টি তাৎক্ষনিক ভাবে উভয়ে মীমাংসা হয়ে যাই। এঘটনাকে কেন্দ্র করে হৃদয় বেপারীর পক্ষ নিয়ে স্থানীয় আনিচ কবিরাজ ও মাহাবুব বেপারী আমার বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও মোটরসাইকেল ভাংচুর চালায়। এসময় আমি তাদের ভয়ে পালিয়ে গেলে আমার স্ত্রী মিনারা বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

 

তিনি আরও বলেন, হামলাকারী আনিচের সাথে আমার বিরোধ রয়েছে। ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরধরেই আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। তবে হামলার সাথে নিজেদের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন অভিযুক্ত আনিচ কবিরাজ ও মাহাবুব বেপারী। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *