শিরোনাম

বরিশালের জোড়া খুনের আসামি সিলেটে গ্রেফতার

Views: 36

বরিশাল অফিস :: বরিশালের উজিরপুরের চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি মো. কিবরিয়া হাওলাদারকে (৫০) সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ ও র‍্যাব-৮ সিলেট কোতোয়ালি মডেল থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কিবরিয়া হাওলাদার বরিশালের উজিরপুর থানার আলামদী গ্রামের মৃত আছমত আলী হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো.মশিহুর রহমান সোহেল।

র‍্যাব জানায়, গত ২৪ আগস্ট রাত ১০টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বরিশালের পশ্চিম সাতলা ২নং ওয়ার্ডে ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে গেলে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ব্যবসায়ীকে কুপিয়ে পেট ও পায়ের রগ কেটে দেয়।

এসময় মোটরসাইকেল চালক তার চাচাতো ভাই সাগর বাঁধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে উদ্ধার করে প্রথমে আগৈলঝরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত আনুমানিক পৌনে ২টায় ব্যবসায়ী ইদ্রিস হালদার মারা যান। তার কয়েক ঘণ্টা পরে গুরুতর আহত সাগরও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গত ২৬ আগস্ট বরিশালের উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *