বরিশাল অফিস : সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে জেলার গৌরনদী পৌর যুবলীগের দুই নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলমের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বহিস্কৃতরা হলো-পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ হাওলাদার। উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে উপজেলার কসবা এলাকায় তিন যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করা হয়।
এ ঘটনায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার, রাশেদ হাওলাদারসহ তাদের সহযোগিদের আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়। তবে ঘটনার পর থেকে নিজেকে নির্দোষ দাবী করে আসছিলেন আল আমিন হাওলাদার।