বরিশাল অফিস :: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে বুধবার( ২১শে ফেব্রুয়ারী) দিনব্যাপী বরিশালের রসুলপুরে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সভায়,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তারা বলেন, বরিশাল নগরের প্রাণকেন্দ্রে এসকল দিবসকে ঘিরে নানা আয়োজন থাকলেও প্রান্তিক এলাকাগুলোতে কোনো আয়োজন পরিলক্ষিত হয় না। রসুলপুর তেমন-ই একটি অঞ্চল। জাতীয় বা আন্তর্জাতিক কোনো দিবসেই এখানে রাষ্ট্রীয় উদ্যোগে থাকে না কোনো আয়োজন। ১২ বছর ধরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই আয়োজনের ধারাবাহিকতায় এবারেও রসুলপুরে শিক্ষার্থীরা ত্রিশটির মত শহীদ মিনার নির্মাণ করেছে, সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছে শতাধিক শিক্ষার্থী। এরমধ্য থেকে এই শিক্ষার্থীরা একদিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে আরেকদিকে তাদের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার চেতনা শাণিত হবে।
আরও বলেন, ৫ হাজার মানুষের বসবাসের এই বৃহৎ এলাকা রসুলপুরে সহস্রাধিক শিক্ষার্থীদের বিপরীতে রয়েছে মাত্র ১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেই কোনো মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘ ১ যুগের দাবির প্রেক্ষিতেও স্থাপন করা হয়নি একটি স্থায়ী শহীদ মিনার।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ৫২’র একুশের আদর্শ আজকের প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেম চেতনায় ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার লড়াই জোরদার করতেই এই আয়োজন। একইসাথে রাষ্ট্রীয় উদ্যোগে রসুলপুরে মাধ্যমিক বিদ্যালয় এবং স্থায়ী শহীদ মিনার স্থাপনের দাবি জানান নেতৃবৃন্দ।