শিরোনাম

বরিশালের ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

Views: 42

এস এল টি তুহিন,বরিশাল :: বসন্তের প্রথম দিন, ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বরিশাল নগরীর ফুল ব্যবসায়ীরা।

অধিক বিক্রির আশায় ইতোমধ্যে প্রয়োজনীয় ফুল মজুদ করা শুরু করেছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার( ১২ ফেব্রুয়ারি) নগরীর সদর রোডের ফুল বিক্রির দোকানগুলোতে গিয়ে দেখা গেছে ব্যবসায়ীদের ব্যস্ততা।

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি বসন্ত বরণ ও ভালবাসা দিবস ঘিরে দেশের অন্যান্য স্থানের ন্যায় বরিশালেও ফুলের চাহিদা বেড়ে যায় কয়েকগুন। সারা বছর টুকটাক ব্যবসা চললেও জমজমাট হয় পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে।

ব্যবসায়ীরা জানান, সময়ের সাথে সাথে এখন সর্বত্রই ফুলের কদর। ব্যবসায়ীরা লাল গোলাপ, রজনীগন্ধা, গাঁদাসহ বিভিন্ন ফুলের পসরা সাজিয়ে বসে আছেন। নগরীর কাকলীর মোড় এলাকার পর থেকেই দেখা যাবে বেশ কয়েকটি ফুলের দোকানের। চাহিদা বেড়ে যাওয়ায় নগরীর নতুন বাজার এলাকাতে ফুল বিক্রির দোকান খোলা হয়েছে। এছাড়া পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে মৌসুমি ব্যবসায়ীরা নগরীর ফুটপাতের উপর পসরা সাজিয়ে ফুল বিক্রি করে থাকেন।

ছবি: চন্দ্রদ্বীপ নিউজ, আরমান।
ব্যবসায়ীরা জানান, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস ছাড়াও রয়েছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ তিনটি দিবস সামনে রেখে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। এক কথায় তাদের এখন দম ফেলার ফুরসত নেই। বাগান মালিকদের সাথে যেমন যোগাযোগ করতে হচ্ছে তেমনি চাহিদার কথা বিবেচনা করে ফুল এনে মজুদ করতে হচ্ছে।

বরিশাল নগরীর প্রবীন ফুল ব্যবসায়ী আফসার হোসেন বলেন, ফুল নিয়ে বাড়তি বিক্রি ও আয়ের আশা করছি। বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে লাল গোলাপ ও গাঁদা ফুলের চাহিদা বেড়ে যায়। মানভেদে দাম নির্ধারন করা হয়ে থাকে। ক্রেতাদের চাহিদা ও সন্তুষ্টির কথা মাথা রেখেই ব্যবসা কার্যক্রম চলছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *